এক লিটার পানীয় জলের জন্য বিরাট কোহলি কত টাকা খরচ করেন জানেন?

Jun 12, 2019, 19:03 PM IST
1/5

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

মটন রোল, বাটার চিকেন, কাঠি রোল। একসময় এসব খেতে ভীষণ ভালবাসতেন বিরাট কোহলি। কিন্তু এখন আর সেসব তাঁর ডায়েট তালিকায় নেই। এখন তিনি খাবার-দাবারের ব্যাপারে ভীষণ সতর্ক।  

2/5

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি উদাহরণ তৈরি করেছেন। অধিনায়ক হিসাবে নিজেকে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন কোহলি। ফিটনেসের দিক থেকে তো বটেই, পারফরম্যান্সেও তিনি এখন উদাহরণ তৈরি করেছেন। 

3/5

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

শরীরচর্চার সঙ্গে ঠিকঠাক খাবার-দাবার। বিরাট কোহলির শৃঙ্খলাপরায়ণ জীবন-যাপন তাঁকে এমন ফিট করে তুলেছে। খাবার তো বটেই, পানীয় জলের ক্ষেত্রেও তিনিও সতর্ক। 

4/5

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

বিরাট কোহলি একটি বিশেষ সংস্থার জল পান করেন। সেই সংস্থার এক লিটার পানীয় জলের দাম ভারতীয় মুদ্রায় ৬০০ টাকা। 

5/5

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

ফ্রান্স থেকে আসে কোহলির জন্য পানীয় জল

সেই সংস্থার মিনারেল ওয়াটার আসে ফ্রান্স থেকে। সারা বছর সব সময় কোহলি সেই সংস্থার জল পান করেন। এছাড়াও বিভিন্ন নামী সংস্থার হেলথ ড্রিঙ্ক ও জুস পান করেন কোহলি।