আইনের উর্ধ্বে নয়, নিয়ম ভেঙে ৫০০ টাকা জরিমানা দিতে হল বিরাট কোহলিকে

Jun 07, 2019, 16:09 PM IST
1/5

জরিমানা হল কোহলির

জরিমানা হল কোহলির

আইনের উর্ধ্বে কেউ নয়। এমনকী বিরাট কোহলিও নয়। তাই ৫০০ টাকা জরিমানা দিতে হল ভারতীয় অধিনায়ককে। 

2/5

জরিমানা হল কোহলির

জরিমানা হল কোহলির

৬-৭চি দামি গাড়ি রয়েছে কোহলির। তাঁর গাড়ির দেখভাল করেন দীপক নামের একজন। সেই তিনিই পানীয় জল নষ্ট করে গাড়ি সাফ করছিলেন। বেশ কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠছিল।

3/5

জরিমানা হল কোহলির

জরিমানা হল কোহলির

গুরুগ্রামে কোহলির বাড়িতে পানীয় জল দিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন দীপক। তখনই পরিবহণ দফতরের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপককে হাতেনাতে ধরে ফেলেন। তার পরই পাঁচশো টাকা জরিমানা ধার্য করেন তাঁরা। 

4/5

জরিমানা হল কোহলির

জরিমানা হল কোহলির

গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এ কোহলির বাড়ি। সাইবার সিটি-এর ফেজ-১, ২ ৩ এলাকায় গরমকালে তীব্র জলসঙ্কট দেখা দেয়। সেখানে ৬-৭টি গাড়ি ধোয়ার জন্য পানীয় জল ব্যবহার করতেন দীপক। তা নিয়ে প্রতিবেশীরা অনেকদিন ধরেই অভিযোগ করতেন।

5/5

জরিমানা হল কোহলির

জরিমানা হল কোহলির

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, কোহলির ৬-৭টি গাড়ি ধোয়ার জন্য প্রায় এক হাজার লিটার পানীয় জল অপচয় হত। তবে ওই এলাকায় আরও বেশি কিছু গাড়ির মালিকের বিরুদ্ধে একই অভিযোগ ছিল। তাঁদের প্রত্যেককেই জরিমানা দিতে হয়েছে।