টেস্টে সর্বাধিক উইকেট শিকারিকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, মূল চরিত্রে ভারতীয় অভিনেতা
Oct 08, 2020, 19:47 PM IST
1/5
বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মুথাইয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে সর্বাধিক উইকেট শিকারিকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক।
2/5
২০১০ সালের জুলাইয়ে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন মুরলিধরন। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটটি নিয়ে ৮০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। টেস্টে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেট শিকার করেন তিনি।
photos
TRENDING NOW
3/5
মুরলিধরনের ৮০০ উইকেট শিকারের কীর্তিকে প্রধান বিষয় হিসাবে রেখেই তৈরি হবে বায়োপিক। বায়োপিক-এর নামও রাখা হয়েছে '800'।
4/5
মুরলির চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ছবিটি পরিচালনা করবেন এমএস ত্রিপাঠী।
5/5
ইতিমধ্যেই মুরলির চালচলন অঙ্গভঙ্গি অনুসরণ করতে শুরু করে দিয়েছেন অভিনেতা বিজয়। ভক্তরাও মনে করছেন মুরলির চরিত্রে অভিনয়ের জন্য তিনি সঠিক। ৪৮ বছর বয়সী ক্রিকেট কিংবদন্তির বায়োপিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়।