Jalpaiguri: উত্সব প্রায় শেষ পর্যায়ে! তবুও বাজারে সবজিতে সেঞ্চুরি, হাত দিলেই ছ্যাঁকা...
Market Price Hike: সবজি বাজারে আগুন। কোনটাই ১০০ টাকার নিচে মিলছে না। বেশিরভাগ সবজি প্রায় ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।
1/9
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
চরম সমস্যায় সাধারণ নাগরিক। প্রশাসনের আধিকারিকরা মাঝে মধ্যে বাজার পরিদর্শন করলেও কিছুক্ষণের জন্য কিছু দাম কমলেও চলে গেলে আবার যে কে সেই দাম বেশি বলে অভিযোগ করতে শুরু করেছে। শুধু তাই না সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বিক্রেতাদের বক্তব্যের মধ্যে দাম কম শোনা যায়। কিন্তু তারপরেই একেক দোকানে একেক রকম দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বলে অভিযোগ।
5/9
দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো শেষ হলেও আজ রবিবার জিনিসের দাম অনেকটাই বেশি। তবে আবহাওয়ার খালখেয়ামিপানাকেই দায়ী করছেন বিক্রেতারা। শীতের মৌরসুম, কুয়াশার সেভাবে দেখা নেই, সূর্য উঠতেই বেলা বাড়তেই রোদের তেজ,গরম। সবজির ক্ষেত্রে এই আবহাওয়া সঠিক নয়। সেকারণেই সবজির ফলন কম। বেশি টাকা দিয়ে অল্প সবজি কিনে বাজারে এনে বিক্রি করতে হচ্ছে। আর এসব কারণেই ক্রেতাদের কাছে সবজির দাম বেশি মনে হচ্ছে বলে জানান বিক্রেতারা।
6/9
8/9
9/9
photos