Vastru Shastra: বাড়িতে মাঝেমধ্যেই পায়রা বাসা করছে? কীসের ইঙ্গিত জানেন?

Nov 29, 2022, 15:57 PM IST
1/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

পায়রাকে শান্তির প্রতীক বলা হয়। কিন্তু পায়রা বা ঘুঘু পাখি আপনার বাড়িতে যদি বাসা করে সেই বাসা করা কি আপনার জন্য ভালো হয়? পায়রাকে শান্তির প্রতীক বলা হলেও বাড়িতে যদি বাসা করে, তাহলে তা আপনার জন্য অত্যন্ত দুঃসংবাদ। 

2/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

বাড়িতে যদি পায়রা বাসা করতে চায়, তাহলে কখনোই বাসা করতে দেবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার, এমনটাই মনে করেন বাস্তুবিদরা। 

3/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

যদি বাসা করেই থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করুন তা৷ কারণ বাস্তুবিদরা মনে করেন যত রাখবেন তত আপনার জীবনে দুর্যোগ নেমে আসতে পারে। 

4/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

পায়রাকে খেতে দেওয়া যাবে না – পায়রাকে বেশি খেতে দিলেই কিন্তু পায়রা আপনার বাড়িতে বাসা বানানোর জন্য চলে আসবে, তাই পায়রাকে বাড়িতে খেতে দেবেন না। 

5/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

ভেন্টিলেটর, কাঁচের জানলা ঘুলঘুলিকে বন্ধ রাখুন। চেষ্টা করুন বাড়িতে পায়রা ঢোকার সমস্ত রাস্তা বন্ধ রাখতে। বাস্তু মতের পাশাপাশি পায়রার মল থেকে বাড়িতে রোগও ছড়াতে পারে।

6/6

বাড়ির মধ্যে পায়রার বাসা

 pigeon in house

এই মত একান্তই বাস্তুমত ও পরামর্শের ভিত্তিতে করা। জি ২৪ ঘণ্টা ডিজিটাল এই ধরণের তথ্যের সত্যতাকে মান্যতা দেয় না। প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।