করোনা টেস্ট বাধ্যতামূলক, একাধিক বিধিনিষেধ মেনেই আজ থেকে শুরু বৈষ্ণোদেবী যাত্রা

Aug 16, 2020, 14:00 PM IST
1/6

রবিবার ১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে কাটরায় বৈষ্ণোদেবী যাত্রা। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সপ্তাহে রোজ মাত্র ২,০০০ তীর্থযাত্রীই বৈষ্ণোদেবী যেতে পারবেন।

2/6

রবিবার যে ২,০০০ তীর্থযাত্রী বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছেন তাঁদের মধ্যে ১,৯০০ জন জম্মু ও কাশ্মীরে। বাকীরা বাইরের রাজ্যের। এক সপ্তাহ পরে প্রশাসন পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবে, রোজ তীর্থযাত্রীর সংখ্যা বাড়ানো হবে কিনা।

3/6

করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে গত ১৮ মার্চ বৈষ্ণোদেবী যাত্রা বাতিল করে জম্মু ও কাশ্মীর প্রশাসন। তবে ১১ অগাস্ট জম্মু ও কাশ্মীরের সব ধর্মীয়স্থান খুলে দেওয়া হয়। তবে  ধর্মীয় স্থানে যাওয়ার ক্ষেত্রে একাধিক আচরণবিধি লাগু করা হয়।

4/6

বৈষ্ণোদেবী যাত্রাকে কেন্দ্রে করে তীর্থযাত্রীদের জন্যে একাধিক বিধিনিষেধ লাগু হয়েছে। এর মধ্য়ে রয়েছে ১০ বছরের নীচে কেউ যেতে পারবে না। সবাইকে মাস্ক পরতে হবে। রাতে কোনও যাত্রা হবে না। মাতা ভবনে কারও থাকা যাবে না।

5/6

বৈষ্ণোদেবীর সকালের আরতিতে কেউ অংশ নিতে পারবেন না।

6/6

তীর্থযাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে একমাত্র অনলাইনেই। জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে যারা আসবেন তাঁদের করোনা টেস্ট করাতে হবে।