রাজ্যে ভ্যাকসিনের স্লট বুকিং এখন আরও সহজ, স্বাস্থ্য দফতর চালু করল Whatsapp Chat Bot

Jun 15, 2021, 14:44 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: চ্যাট বট (Whatsapp Chat Bot) চালু করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। যা দিয়ে সহজে বুক করতে পারবেন ভ্যাকসিন নেওয়ার স্লট। 

2/6

কীভাবে ব্যবহার করবেন?  খুবই সহজ। এখন প্রত্যেক মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন এবং তাতে ব্যবহার করছেন Whatsapp। আর সেই Whatsapp-কে মাধ্যম করে কাজ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। 

3/6

প্রথমে ফোনে সেভ করে নিন এই 8335999000টি। তারপর Whatsapp-য়ে গিয়ে নম্বরটি সার্চ করে সেই চ্যাটে গিয়ে লিখুন Hi। 

4/6

এরপর এক এক করে প্রশ্ন আসবে আপনার কাছে। তার যথাযথ উত্তর দিন চ্যাট মারফত। জিজ্ঞাসা করা হবে নাম, কত সালে জন্ম, বাড়ি কোথায়, আধার নম্বর ইত্যাদি। 

5/6

এরপর বাড়ির নিকটে কোথা থেকে ভ্যাকসিন নিতে চান সেই লোকেশন বেছে নেওয়ার জন্য বলা হবে। তারপর বাকি থাকা সংশ্লিষ্ট অপশন থেকে স্লট বেছে নেওয়ার জন্য নির্দেশ আসবে। 

6/6

সেই স্লট চ্যাট মারফত বুক করে নিলেই আপনার জন্য বুক হয়ে যাবে ভ্যাকসিন স্লট।