মুখের ত্বকের অতিরিক্ত লোম নিয়ে চিন্তিত! সমস্যা দূর করবে এই টোটকাগুলি

Aug 02, 2018, 12:47 PM IST
1/5

1

1

মুখের ত্বকের অতিরিক্ত লোম আমাদের সৌন্দর্যে অন্তরায় হয়ে দাঁড়ায়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই এটি একটি সমস্যা। তাই অনেক মহিলারাই পার্লারে গিয়ে থ্রেডিং করে থাকেন।

2/5

2

2

কিন্তু সবার ত্বক এক রকম না হওয়ায় অনেকেরই থ্রেডিং করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই ঘরোয়া উপায়ে মুখের লোমের ঘনত্ব কমানোর কয়েকটি কার্যকরী কৌশল আজ জেনে নেওয়া যাক।

3/5

3

3

প্রথমেই মনে রাখা উচিত ঘরোয়া পদ্ধতিতে মুখের লোম তোলা যায়না, কিন্তু তা কমাতে সাহায্য করে। তবে তাতে অবশ্যই সময় বেশি লাগবে এবং আপনাকে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।

4/5

4

4

পরিমাণ মতো চিনি ও লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট বা মিশ্রণ তৈরি করুন। তার পর ওই মিশ্রণ মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে ২-৩ বার এই পেস্ট ব্যবহার করুন।

5/5

5

5

হলুদগুঁড়ো এবং দুধের মিশ্রণ বানিয়ে মুখে লাগাতে পারেন। সার্কুলার মোশনে হালকা করে মুখের ওপরে ঘষুন। এতে মুখের ত্বকে লোমের বৃদ্ধি অনেকটাই কমে যায়।