পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

Sep 23, 2018, 19:39 PM IST
1/5

1

পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

# একাধিক গবেষণায় বলছে, অত্যধিক মাত্রায় প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের বারোটা বেজে যাচ্ছে। তাই পুজোর আগে অপরূপ সুন্দরী হয়ে ওঠার পাশাপাশি যদি ত্বকের সৌন্দর্য বাড়াতে চান, তা হলে নারকেল তেলের ব্যবহার শুরু করুন।  

2/5

2

পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

১.  মৃত কোষ দূর করে : অল্প পরিমাণে নারকেল তেল নিয়ে গরম করে নিন। তারপর তাতে পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। নিয়ম করে যদি করতে পারেন দেখবেন ত্বকের উপরের অংশে জমতে থাকা মৃত কোষের স্তর সরে যাবে। ফলে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ধীরে ধীরে।

3/5

3

পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

২. ডার্ক সার্কেল : মাত্রাতিরিক্ত পরিশ্রম, রাত জেগে কাজ করা এবং আরও নানা কারণে বেশিরভাগেরই  চোখের তলায় কালি পড়ে। ডার্ক সার্কেলের কারণে যদি আপনার সৌন্দর্য কমতে থাকে। রাতে শুতে যাওয়ার আগে অল্প করে নারকেল তেল নিয়ে চোখের তলায় লাগিয়ে ভাল করে ম্যাসাজ করতে হবে। নিয়মিত করলে ডার্ক সার্কেল তো কমবেই, সঙ্গে সৌন্দর্যও বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো।

4/5

4

পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

৩.  চুলের সৌন্দর্য বাড়ায় : চুল পড়া কমাতে, চুলের সৌন্দর্য বাড়াতে এবং চুলের গ্রোথ বাড়াতে নারকেল তেলের যে কোনও বিকল্প নেই। তাই পুজোর আগে নিজের চুলকে যদি সুন্দর করতে চান তা হলে নিয়ম করে ব্যবহার করুন নারকেল তেল।

5/5

5

পুজোর আগে নিজেকে সুন্দর করে তুলুন নারকেল তেলে!

৪. ঠোঁটের সৌন্দর্য বাড়ায় : সারাদিন ধুলো-বালি ত্বকের ও ঠোঁটের মধ্যে জমছে। কিংবা অফিসে এসিতে বসে থাকার কারণে ঠোঁটের অবস্থা খারাপ, তা হলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। ঠোঁটকে নরম, মসৃণ এবং ঠোঁট ফেঁটে যাওয়ার মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে।