৪৮০০ টাকার বিনিময়ে ‘যাদু কী ঝাপ্পি’ দেন ইনি!

Jul 31, 2018, 17:43 PM IST
1/6

1

1

আজ থেকে প্রায় ১৫ বছর আগে রাজকুমার হিরানি পরিচালিত, সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্নাভাই এমবিবিএস’ রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। মুন্নাভাইয়ের ‘যাদু কী ঝাপ্পি’ ব্যপক জনপ্রিয়তা লাভ করে।

2/6

2

2

বন্ধুত্বে ঝাপ্পি, সাফল্যে ঝাপ্পি, মন খারাপ হলে ঝাপ্পি, শরীর খারাপেও ঝাপ্পি! এ বার মানসিক অবসাদ, চাপ কাটাতে মিলবে ‘যাদু কী ঝাপ্পি’। তবে তার জন্য গুনতে হবে ঘণ্টায় প্রায় ৪৮০০ টাকা!

3/6

3

3

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বাসিন্দা ৩৩ বছর বয়সি সারা সিন সেখানে আলিঙ্গন পরিষেবা (Cuddle Care) শুরু করেছেন তাঁদের জন্য, যাঁরা মানসিক অবসাদে ভুগছেন বা কোনও কারণে প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন।

4/6

4

4

ডেইলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন ১০ জন মক্কেল সারার কাছে ‘যাদু কী ঝাপ্পি’ নিয়ে নিজেদের মানসিক অবসাদ কাটাতে আসেন। জানা গিয়েছে, তাঁর কাছে আসা বেশিরভাগ মক্কেলই বিবাহবিচ্ছিন্ন।

5/6

5

5

সম্পূর্ণ অযৌন আলিঙ্গনের মাধ্যমে নিজেদের মানসিক চাপ, অবসাদ কাটাতে সারার মক্কেলদের গুনতে হয় ঘণ্টায় ৭০ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ৪৮০০ টাকার সমান। এ ছাড়াও তাঁদের পোশাকের ক্ষেত্রে রয়েছে কিছু বিধি নিষেধ। অন্তত টি-শার্ট আর হাফ প্যান্ট পরে থাকতে হবে।

6/6

6

6

সারা সিন-এর মতো এমন আরও অনেক প্রতিষ্ঠান আলিঙ্গন পরিষেবা শুরু করেছে অস্ট্রেলিয়ায়। এদের মধ্যে দ্য কুডল অ্যাকাডেমি (The Cuddle Academy) বিশেষ উল্লেখযোগ্য।