নিজের চুলের জন্য এবার আমেরিকার আইন বদলে দেওয়ার চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প

Aug 14, 2020, 00:08 AM IST
1/5

চুল নিয়ে প্রচণ্ড যত্নবান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের চুলের জন্য এবার তিনি দেশের আইন বদলে দেওয়ার চেষ্টায় আছেন। 

2/5

গত মাসে হোয়াইট হাউসে এক সভা চলাকালীন ট্রাম্প বলেছিলেন, তিনি এখন তাঁর চুল ভাল করে ধুতে পারছেন না। কারণ ভাল করে চুল ধুতে গেলে বেশি জলের দরকার। আর আমেরিকার আইন অনুযায়ী বেশি জল অপচয় করা যাবে না।

3/5

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত আইন অনুযায়ী, মিনিটে নির্দিষ্ট পরিমাণ জলই খরচ করা যাবে। আর ট্রাম্প এবার সেই বহু পুরনো আইনে বদল আনতে চাইছেন। শুধুমাত্র তিনি বেশি জল দিয়ে চুল ধোবেন বলে!

4/5

১৯৯২ সালে প্রণয়ন করা আইন অনুযায়ী, মাথা ধোয়ার জন্য শাওয়ার থেকে মিনিটে সাড়ে নলিটারের বেশি জল নেওয়া যাবে না। কিন্তু তাতে ট্রাম্পের চুল ধোয়া হচ্ছে না।ট্রাম্পের প্রশাসন তাই আইনে বদল আনতে চাইছে।

5/5

আমেরিকার পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ইতিমধ্যে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, আইন বদলাতে হলে ট্রাম্পকে আদালত পর্যন্ত লড়াই করতে হবে।