Urvil Patel | IPL 2025 Auction: নিলামে কেউ পাত্তাই দেয়নি, এবার ১০ দল মাথা ঠুকবে! ১০০-র বিশ্বরেকর্ডের পর আবার...

Urvil Patel smashes another century in SMAT 2024 following IPL mega auction snub: উরভিল প্যাটেল পরপর ইতিহাস লিখলেন... সাক্ষী থাকল সৈয়দ মুস্তাক আলি ট্রফি

Dec 03, 2024, 20:00 PM IST
1/5

নিলামে কেউ পাত্তাই দেয়নি উরভিল প্যাটেলকে

Urvil Patel IPL 2025 Auction Snub

সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে চলেছে আইপিএল মেগা নিলাম। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির নাম উঠেছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। নাম ছিল গুজরাতের  উইকেটকিপার ব্যাটার উরভিল প্যাটেলেরও। কিন্তু নিলামে তাঁকে নেওয়ার কথা কোনও দলই ভাবেনি। তবে নিলামের ৪৮ ঘণ্টার ভিতরেই প্রত্যাখ্যানের প্রত্যুত্তর দিয়েছিলেন উরভিল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দ্বিতীয় শতরানকারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন উরভিল। আর এবার ৩৬ বলে ১০০ করলেন। জোড়া টি-২০ সেঞ্চুরি ৬ দিনের অন্তরে!

2/5

গুজরাত বনাম উত্তরাখণ্ড

 Gujarat vs Uttarakhand, Syed Mushtaq Ali Trophy 2024

উরভিল রয়েছেন আগুনে ফর্মে। ২৭ নভেম্বরের পর ৩ ডিসেম্বর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার পর উরভিল শিকার করলেন উত্তরাখণ্ডকে। মঙ্গলবার ইন্দোরের এমারল্ড হাই স্কুল গ্রাউন্ডে মুখোমুখি হয়ে গুজরাত-উত্তরাখণ্ড। টস হেরে উত্তরাখণ্ড প্রথমে ব্য়াট করে তুলেছিল ২০ ওভারে ১৮২ রান। জবাবে ১৪ ওভারে গুজরাতের হয়ে ম্য়াচ বার করে দেন উরভিল। দুয়ে নেমে উইকেরক্ষক-ব্য়াটার ৪১ বলে ১১৫ রানের ইনিংস খেলেছেন। ২৮০.৪৯- এর স্ট্রাইক রেট ছিল উরভিলের। নিজের ইনিংস সাজিয়ে ছিলেন ১১ ছয়, ৮ চারে। 

3/5

উরভিলের পরপর বিশ্বরেকর্ড

Urvil Patel World Record

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে ১০০ করে চমকে দিয়েছিলেনন উরভিল। হয়ে যান দ্রুততম টি-২০ শতরানকারী ভারতীয় ক্রিকেটার। গুজরাত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছিল। জবাবে গুজরাত ১১ ওভারের মধ্য়ে জয়ের রান তুলে ফেলে হাতে আট উইকেট রেখে। উরভিল একাই ত্রিপুরার বোলারদের গিলে ফেলেন। ৩৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেছিলেন সেদিন। ১২টি ছয় ও ৭টি চারে উরভিল ব্য়াট করেছিলেন ৩২২.৮৬-এর স্ট্রাইক রেটে।   

4/5

ঋভষ পন্থকে টপকে গিয়েছিলেন উরভিল

Urvil Patel Fastest hundreds in T20s Among Indians

উরভিল আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল ঋষভ পন্থের।  ২০১৮ সালের সৈয়দ মুস্তাক আলিতে হিমাচলের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। পন্থ সেঞ্চুরি করতে নিয়েছিলেন ৩২ বল। আজ পন্থ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলেছে তাঁকে নিতে! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিয়েছে। সেই পন্থের রেকর্ডই ভেঙে দিলেন উরভিল।

5/5

অল্পের জন্য় সহিলকে টপকাতে পারেননি উরভিল

Sahil Chauhan Remains Top

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানকারী হিসেবে এখনও সহিল চৌহানের নাম লেখা রয়েছে। তিনি চলতি বছরই সাইপ্রাসের বিরুদ্ধে এস্তোনিয়ার হয়ে ২৭ বলে ১০০ করেছিলেন। এরপর থাকবেন উরভিল। তিনে আছেন টি-২০ ক্রিকেটের রাজা ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে তিনি ৩০ বলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে শতরান করেছিলেন। ২০২৩ সালে উরভিলকে নিয়েছিল গুজরাত টাইটান্স। যদিও এবারের নিলামের আগে উরভিল ছেড়ে দিয়েছিল। নিলামে উরভিল ছিলেন ৩০ লাখ টাকার বেস প্রাইজে। কিন্তু সেই টাকাও কেউ দেয়নি তাঁকে। ৪০ বলের নীচে ২০ ওভারের ফরম্যাটে টানা দুটি সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হলেন উরভিল