Pregnant woman fired: কেন মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে জয়েন করেই ফের গর্ভবতী! চাকরি গেল মহিলার...

Dismissal during pregnancy: মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসার পর নিকিতা টুইচেন জানতে পারেন, তিনি ফের অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে সেই খবর বসকে জানান তিনি।

Oct 21, 2024, 15:52 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যেক অফিসেই মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন মহিলারা। সেই অনুযায়ী এক বিদেশি মহিলা নিয়েছিলেন মেটারনিটি লিভ। 

2/6

কিন্তু সেই ছুটি কাটিয়ে আসার পর নিকিতা টুইচেন জানতে পারেন, তিনি ফের অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে সেই খবর বসকে জানান তিনি।

3/6

খবর শুনেই নিকিতার প্রতি তীব্র ক্ষেপে যান বস। পরবর্তীতে তাঁকে মেল পাঠিয়ে চাকরি থেকে বরখাস্ত করিয়ে দেন। তারপরই নিকিতা আদালতের দ্বারস্থ হন।

4/6

সংস্থা নিকিতার বিরুদ্ধে অভিযোগ তোলে যে, সংস্থা লোকসানে চলেছে। এমনকি, নতুন সফ্‌টঅয়্যার তৈরির সময় নিকিতা কোনও রকমভাবেই সাহায্য করতে পারবেন না বলেও জানানো হয়। 

5/6

নিকিতার দাবি, তাঁকে না জানিয়েই সংস্থা তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়।

6/6

আদালত নিকিতার পক্ষেই রায় দেয়। শুধু তাই নয়, চাকরি বরখাস্ত করার জন্য সংস্থাকে তাঁকে মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।