বিজয় মালিয়াকে দেশে ফেরাতে কত সময় লাগতে পারে? জেনে নিন পাঁচটি পয়েন্টে

Dec 10, 2018, 20:37 PM IST
1/6

সিবিআই ও ইডি-র তথ্যের ভিত্তিতে বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণে মঞ্জুরি দিয়েছে ব্রিটেনের ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালত। 

2/6

দুপক্ষই আপিলের জন্য সময় পাবে ১৪ দিন। 

3/6

মালিয়ার প্রত্যর্পণ সংক্রান্ত মামলাটি পাঠানো হবে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। আদালতের রায়ের ভিত্তিতে প্রত্যর্পণপত্রে স্বাক্ষর করবেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাবিদ। এখানে সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। টাইার হানিফ মামলায় প্রত্যর্পণ ঝুলিয়ে রেখেছিল ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক। 

4/6

স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের পর উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন মালিয়া। উচ্চ আদালতে আবেদন না করলে ভারতে ফেরানো হবে মালিয়াকে। তবে ইতিমধ্যেই পরবর্তী আইনি ধাপ নিয়ে এগানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন মালিক।         

5/6

আদালতে ফের মামলা হারলে স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদনের সুযোগও রয়েছে বিজয় মালিয়ার।  

6/6

গত একবছর ধরে ব্রিটেনের আদালতে মালিয়ার বিচার চলছে। তাঁকে ফেরাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে মত বিশেষজ্ঞদের।