নারী থেকে পুরুষ, ইতিহাস লিখলেন বিশ্বের প্রথম রূপান্তরকামী বক্সার

Dec 10, 2018, 19:44 PM IST
1/6

রূপান্তরকামী বক্সার

1

ছিলেন নারী। হয়ে গেলেন পুরুষ। নিজের এই সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস নেই প্যাট্রিসিও ম্যানুয়েল-এর। বিশ্ব বক্সিংয়ে তিনিই প্রথম পেশাদার রূপান্তরকামী বক্সার। 

2/6

রূপান্তরকামী বক্সার

2

৩৩ বছরের ম্যানুয়েল রূপান্তরের পর প্রথমবার রিংয়ে নেমে জিতেই ইতিহাস গড়লেন।  

3/6

রূপান্তরকামী বক্সার

3

ক্যালিফোর্নিয়ায় ফাইনালে নেমে হারালেন হুগো আগুইলারকে। 

4/6

রূপান্তরকামী বক্সার

4

২০১২ অলিম্পিকের ট্রায়ালে মেয়ে হিসাবে নেমেছিলেন ম্যানুয়েল। কিন্তু শেষ পর্যন্ত চোটের জন্য লন্ডনে নামতে পারেননি। 

5/6

রূপান্তরকামী বক্সার

5

২০১২ থেকেই তিনি মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার প্রক্রিয়া শুরু করেন। শুরু হয় অস্ত্রোপচার ও হরমোন চিকিত্সা। শেষ পর্যন্ত পুরুষ হিসাবে খেলার ছাড়পত্র পান ম্যানুয়েল। বিশ্ব বক্সিংয়ে যা কি না বিরল দৃষ্টান্ত।

6/6

রূপান্তরকামী বক্সার

6

ক্যালিফোর্নিয়া বক্সিং অথরিটি শুরুতে তাঁর এই রূপান্তর মেনে নেয়নি। ফলে লাইসেন্স দিতে তারা দেরি করছিল। তবে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির নিয়ম মেনে তারা বছর দুয়েক আগে তাদের লাইসেন্স দিতে বাধ্য হয়।