Udaynarayanpur Flood: নদীঘাটে এসে সারাদিন কেঁদে ভাসালেন স্থানীয় মানুষ! বন্যা কি ঘরে ফিরতে দেবে না?
Udaynarayanpur Flood Howrah: উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা দামোদর নদীজলে প্লাবিত। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। হাওড়া-উলবেড়িয়া আমতা (২), আমতা-২ নম্বর ব্লকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। পরিদর্শনে রাজ্যের মন্ত্রী-সহ এমএসএমই মুখ্যসচিব, জেলাশাসক-সহ আধিকারিকেরা।
শুভাশিস মণ্ডল: আজ বৃহস্পতিবার। এদিকে মঙ্গলবার রাত থেকেই দামোদরের বাঁধ উপচে জলমগ্ন হয়ে পড়ে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে উদয়নারায়ণপুর কলেজ, হাসপাতাল, থানা চত্বর। আমতা উদয়নারায়ণপুর, উদয়নারায়ণপুর মুন্সিরহাট , উদয়নারায়ণপুর ডিহিভুরসুট রাস্তার বিভিন্ন জায়গায় কোমর-সমান জল দাঁড়িয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, যেভাবে ডিভিসি জল ছেড়েছে তাতে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।
1/6
ফেরার মুখে
2/6
দ্বীপাঞ্চলে বিপর্যয়
ডিভিসি'র ছাড়া জলে আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল। মঙ্গলবার রাতেই দামোদরের বাঁধ উপচে প্লাবিত হয় উদয়নারায়ণপুর। ওদিকে সোমবার রাত থেকেই মুণ্ডেশ্বরীর জলে প্লাবিত ছিল দীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকা। ইতিমধ্যে ৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, সেখানে ১০০০ মানুষকে সরিযে নিয়ে যাওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/6
তড়িঘড়ি নদীঘাটে
4/6
বাড়িঘর সব ভেসে গিয়েছে!
5/6
অনুকূল হলেই লঞ্চ
6/6
ক্ষতি
photos