Durga Puja Special | Mahalaya 2024: কবে মহালয়া? কেন পালিত হয় পিতৃপক্ষ? জেনে নিন এ দিনটির বিশেষ তাৎপর্য...
Mahalaya 2024: আশ্বিন মাস পড়ে গেল। আর এখন থেকেই বাঙালির কানে বাজে 'আশ্বিনের শারদপ্রাতে'। ফলে, অবধারিত মনে পড়ে যায় মহালয়া দিনটির কথাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশ্বিন মাস পড়ে গেল। আর এখন থেকেই বাঙালির কানে বাজে 'আশ্বিনের শারদপ্রাতে'। ফলে, অবধারিত মনে পড়ে যায় মহালয়া দিনটির কথাও। দিনটি অবশ্য শোকেরই। কেননা, এদিন পিতৃমাতৃহারারা তাঁদের পিতা-পাতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনা করেন।
1/6
ভাদ্রপূর্ণিমা তিথি থেকে
2/6
২ অক্টোবরে
photos
TRENDING NOW
3/6
নানা বিপর্যয়
4/6
কী ভাবে বুঝবেন
5/6
পিতৃদোষ-লক্ষণ
6/6
মুক্তির উপায়
আন্তরিক ভাবে বাবা-মায়ের সেবা করুন। খুশি হবেন পূর্বপুরুষেরা। দরিদ্রের সেবাতেও পিতৃপুরুষকে তুষ্ট করা যায়। নারায়ণপুজো করলে ফল পাওয়া যায়। যাঁরা দীক্ষিত, তাঁদের গুরু আছে। সেই গুরুর সেবা করলেও পিতৃদোষ কেটে যায়। এইরকম নানা উপায়ের মাধ্যেম পিতৃপুরুষদের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos