Typhoon Shanshan: প্রবল বাতাস, সমুদ্রে জলের দেওয়াল, মুষলধারে বৃষ্টি, ভূমিধস! ভয়াবহ পরিস্থিতি...

Typhoon Shanshan: কোথাও ডিপ ডিপ্রেশন, কোথাও বিপুল ঝড়, কোথাও বর্ষা-প্লাবন।

| Aug 30, 2024, 14:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সময়টাই যেন ঝড়ের পায়ে নিবেদিত। বিশ্বের বিভিন্ন জায়গায় কোথাও ডিপ ডিপ্রেশন, কোথাও বিপুল ঝড় কোথাও বর্ষা-প্লাবন। এবার জাপান সাগর থেকে ছুটে আসছে হাওয়া।

1/6

উপকূলে

ইতিমধ্যে টাইফুন শানশান এসেও পৌঁছেছে জাপান উপকূলে। 

2/6

প্রবল বর্ষা

প্রবল বর্ষা ইতিমধ্য়েই জনজীবন বিধ্বস্ত করে দিয়েছে। সাধারণ মানুষকে এখনই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে।

3/6

নিখোঁজ

তবে এখনও অনেকেই নিখোঁজ হয়ে রয়েছেন। বছর-একুশের এক কলেজপড়ুয়া এখনও নিখোঁজ, তিনি বাড়ি ফেরার চেষ্টা করছেন। 

4/6

হতাহত

ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর এসেছে। ৭৮ জন আহত। হতাহতের সংখ্যা আরও বাড়বে। 

5/6

বিদ্যুৎ-বিচ্ছিন্ন

৭টি প্রিফেকচারের প্রায় ১ লক্ষ ২৫ হাজার পরিবার বিদ্যুৎ-সংযোগ-বিচ্ছিন্ন।

6/6

উষ্ণ ও ভিজে

উষ্ণ ও ভিজে হাওয়া এসে আছড়ে পড়ছে মাটিতে। সঙ্গে বিপুল বৃষ্টি। ভয়ংকর পরিস্থিতি উপকূলে।