ভারতের কোন দু'টি শহর বিশ্বসেরা হল? কেনই-বা হল?

Taste Atlas: 'এক্সপেরিমেন্টাল ট্রাভেল অনলাইন গাইড', তার নাম 'টেস্ট অ্যাটলাস'। এটা কোনও জায়গার ট্র্যাডিশনাল খাবার-দাবারের খবর দেয়। সেই তালিকায় ঠাঁই পেল ভারতের দুটি শহর। কোন কোন শহর?

| Jul 21, 2023, 17:51 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই এবং উদয়পুর। ভারতের দুই বিখ্যাত শহর। ঠাঁই পেয়েছে বিশ্বের সেরা শহরের তালিকায়। কীসের নিরিখে সেরা? খাবার-দাবার।  'টেস্ট অ্যাটলাস' নামের 'এক্সপেরিমেন্টাল ট্রাভেল অনলাইন গাইড' বানিয়েছে এই তালিকা। সেই তালিকাটি ১০০ টি শহরের। সেখানেই রয়েছে  মুম্বই এবং উদয়পুর। 

1/6

সবার উপরে ফ্লোরেন্স

ফ্লোরেন্স এই তালিকায় সবার উপরে। স্থানীয় খাবারের নিরিখে দুর্দান্ত তার পারফরম্যান্স। 

2/6

রোম

ফ্লোরেন্সের পরেই এই তালিকায় রয়েছে রোম। দশের এই তালিকায় মেক্সিকোরই তিনটি শহর-- মেক্সিকো, ওয়াক্সাকা, সান মিগুয়েল ডি আলেন্দে।

3/6

লিমার খাবার

এর পরে পেরুর লিমা শহর। এই শহরের পথখাবারে পাওয়া গিয়েছে নানা ইনোভেটিভ ফিউশনের লক্ষণ।

4/6

উদয়পুর

তবে সব চেয়ে তাৎপর্যপূর্ণ হল, এই তালিকায় ভারতের দুটি শহরের জায়গা পাওয়া। একটি হল উদয়পুর। এই শহরের ঐতিহাসিক গুরুত্ব অসাধারণ।

5/6

মুম্বই

অন্যটি মুম্বই। এমনিতেই এই শহর নানা কারণে অতি বিখ্যাত। একে তো বাণিজ্যনগরী। তায় আবার সেখানে বলিউড ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে খুবই আকর্ষণীয় এই শহর।

6/6

ইস্তানবুল

মুম্বই, উদয়পুর ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছে থাইল্যান্ডের ব্যাংকক, তুরস্কের ইস্তান্বুল, জাপানের টোকিয়ো, মেক্সিকোর মেক্সিকো, মেক্সিসোর সান মিগুয়েল ডি আলেন্দে, ইন্দোনেশিয়ার উবাদ, জাপানের কিয়োটো, মেক্সিকোর ওয়াক্সাকা।