Tulsi Chakraborty: 'সাড়ে চুয়াত্তর' থেকে 'পথের পাঁচালী' হয়ে 'পরশপাথর'-- এক আশ্চর্য রুপোলি জার্নি
শোনা যায়, সত্যজিৎ রায় (Satyajit Ray) একবার বলেছিলন, তুলসী চক্রবর্তী (Tulsi Chakraborty) মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে অভিনয় দক্ষতার জন্য অস্কার পেতেন!
শোনা যায়, সত্যজিৎ রায় একবার বলেছিলন, তুলসী চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে অভিনয় দক্ষতার জন্য অস্কার পেতেন! সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের চোখে এ কথা বলেছেন। কিন্তু বাংলা ছবির আম-দর্শকও বরাবর আকণ্ঠ তুলসী-মগ্ন।
1/6
অভিনয়শৈলীর অনন্য ছাপ
2/6
মেক-আপ ছাড়াই মাত
তুলসী চক্রবর্তী গোয়ারি নামের এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ভারতীয় রেলের কর্মী ছিলেন। তরুণ তুলসী চক্রবর্তীকে কলকাতায় তাঁর কাকার কাছে কিছুকাল ছিলেন। তাঁর কাকা স্টার থিয়েটার-এর একজন বিশিষ্ট বাদক ছিলেন। তাঁরই যোগসূত্রে তুলসী চক্রবর্তীর অভিনয় জগতে পা রাখা। কোনও রকম মেক-আপ বা অতিরিক্ত কিছু ব্যবহার না করে অধিকাংশ সময়েই কাঁধে উপবীত ও পরনে স্রেফ একটি ধুতি পরেই তিনি যা অভিনয় করে গিয়েছেন, আজও তা দেখে চমকে ওঠেন মানুষ।
photos
TRENDING NOW
3/6
সত্যজিৎ-সঙ্গী
4/6
মাইলস্টোন
5/6
নানা ছবি
6/6
বিচিত্রদ্যুতি
photos