প্রয়াত চুনী গোস্বামীকে অনলাইনে শ্রদ্ধা জানাবে সিএবি (CAB)

May 08, 2020, 13:05 PM IST
1/5

লকডাউন চলছে ... তাই প্রয়াত চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানাতে এবার অন্য পথে হাঁটল বঙ্গ ক্রিকেট (CAB)।  

2/5

শনিবার বিকেল চারটের মধ্যে বাংলার ক্রিকেটমহলকে নিজেদের মতো করে তাঁদের শ্রদ্ধার্ঘ CAB-এর মেল আইডি তে পাঠিয়ে দিতে বলা হয়েছে। রবিবার সেই সকল বার্তা সিএবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করবে।

3/5

রবিবার অন লাইনে প্রয়াত চুনী গোস্বামীর স্মরণসভাও হবে বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্রয়াত কিংবদন্তির স্মরণসভা হবে বলে জানিয়েছে সিএবি।

4/5

৩০ এপ্রিল বিকেলে প্রয়াত হন কিংবদন্তি চুনী গোস্বামী। পরের দিন অর্থাত্ পয়লা মে সিএবির ফ্ল্যাগ অর্ধনমিত রাখা হয়।

5/5

২০১১ সালে সিএবি-র লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হয়েছিলেন চুনী গোস্বামী। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফির ফাইনালও খেলেছিল বাংলা।