Koel Mallick: লক্ষ্মী এল ঘরে! দ্বিতীয়বার মা হলেন কোয়েল, নিজেই জানালেন...

Koel Mallick 2nd Pregnancy: দ্বিতীয়বার মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সুখবর।

Dec 14, 2024, 11:36 AM IST
1/6

কোয়েলের কোলে লক্ষ্মী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বার মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সুখবর।

2/6

কোয়েলের কোলে লক্ষ্মী

অভিনেত্রী জানিয়েছেন, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।  

3/6

কোয়েলের কোলে লক্ষ্মী

নেটপাড়ায় কার্ড পোস্ট করে তিনি এই খবর জানিয়েছেন। সেখানে লেখা 'we are blessed with a baby girl'।

4/6

কোয়েলের কোলে লক্ষ্মী

চলতি বছরের অক্টোবরেরই তিনি তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করেছিলেন।

5/6

কোয়েলের কোলে লক্ষ্মী

ক্যাপশনে লেখেন, 'সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।'

6/6

কোয়েলের কোলে লক্ষ্মী

২০২০ সালে কোয়েল-নিসপালের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। ৪ বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি।