Satyam Bhattacharya: বিয়ে সারলেন অভিনেতা সত্যম, বল্লভপুরের রূপকথার 'রাজা'-র রানী কে?

Satyam Bhattacharya Marriage: বিয়ে করলেন অভিনেতা সত্যম ভট্টাচাৰ্য। সমাজ মাধ্যমে শেয়ার করলেন বিয়ের ছবি তাঁর দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিনহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা।

Jan 23, 2024, 12:19 PM IST
1/7

অভিনেতা সত্যমের বিয়ে

অভিনেতা সত্যমের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করলেন অভিনেতা সত্যম ভট্টাচাৰ্য। সমাজ মাধ্যমে শেয়ার করলেন বিয়ের ছবি। 

2/7

অভিনেতা সত্যমের বিয়ে

অভিনেতা সত্যমের বিয়ে

 দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিনহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা। পরিণতি পেল ৯ বছরের সম্পর্ক।

3/7

অভিনেতা সত্যমের বিয়ে

অভিনেতা সত্যমের বিয়ে

নিজের সম্পর্ক নিয়ে কখন রাখঢাক করেনি অভিনেতা সত্যম। বিয়ের ছবি শেয়ার করার সঙ্গে সত্যম তাঁদের সম্পর্কের টাইমলাইন ক্যাপশনে লেখেন। সেখান থেকেই জানা গিয়েছে, ২০১৫ সালের ৯ এপ্রিল থেকে তাঁদের সম্পর্কের পথচলা শুরু হয়। ২২ জানুয়ারি এই সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু।

4/7

অভিনেতা সত্যমের বিয়ে

অভিনেতা সত্যমের বিয়ে

সোমবার দক্ষিণ কলকাতায় বসেছিল সত্যম-শাশ্বতীর বিয়ের আসর। অভিনেতার পরনে ছিল সাদা ধুতি এবং লাল রঙের পাঞ্জাবী। অন্য় দিকে শাশ্বতীর পরনে ছিল লাল বেনারসী শাড়ি। 

5/7

অভিনেতা সত্যমের বিয়ে

অভিনেতা সত্যমের বিয়ে

'হাইপোক্রাইটস' থিয়েটার গ্রুপে সত্যম এবং শাশ্বতী একসঙ্গে কাজ করেছেন। এবং সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। অভিনেতা প্রায়শই তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন।

6/7

সত্যম ভট্টাচার্য

'বল্লভপুরের রূপকথা' ছবি থেকে খ্যাতি অর্জন করে অভিনেতা। তারপর একের পর এক ছবি আসে তাঁর ঝুলিতে। 'রক্তবীজ' ছবিতেও তাঁকে দেখা যায়। 

7/7

সত্যম ভট্টাচার্য

এবারে সত্যমকে দেখে যাবে ওয়েব সিরিজে। ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন সিরিজ 'ক্যাবারেট'।