Tokyo Olympics 2020: 'রুপোর মেয়ে' Mirabai Chanu-র সাফল্যে আপ্লুত ক্রীড়া মহল

সচিন তেন্ডুলকর থেকে সুনীল ছেত্রী, টুইট বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের। 

Jul 24, 2021, 16:31 PM IST
1/6

Tokyo Olympics 2020-এর মঞ্চে মীরাবাঈ চানু

Mirabai Chanu in Tokyo Olympics 2020

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-র শুরুটা বেশ ভালই হল ভারতের। ভারোত্তোলনে রুপো জিতলেন মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। ২১ বছর পর ফের ভারোত্তোলনে ভারতের ঝুলিতে এলো পদক। চানুর সাফল্য়ে উচ্ছ্বসীত ক্রীড়ামহল।

2/6

মীরার সাফল্য নিয়ে কী বললেন সচিন তেন্ডুলকর?

Sachin Tendulkar on Mirabai

মীরাবাঈ চানুকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুরকর। টুইটে তিনি লেখেন, 'মীরাবাঈ চানু! ভারোত্তোলনে এক অসাধারণ নজির গড়লেন। চোট সারিয়ে যেভাবে তুমি ফিরে এসেছো এবং ভারতের জন্য ঐতিহাসিক রুপোর পদক নিশ্চিত করেছো, তা সত্য়িই বিস্মমকর। তোমার জন্য আমরা গর্বিত।'

3/6

মীরার সাফল্য নিয়ে কী বললেন সুনীল ছেত্রী?

Sunil Chhetri on Mirabai

চানুকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি টুইটারে লেখেন, 'চ্যাম্পিয়ন, তুমি শুধু ভারোত্তোলন করনি এবং পদক জয় করনি, তুমি গোটা দেশের মুখে হাসি ফুটিয়েছ। তোমাকে সেলাম। '

4/6

মীরার সাফল্য নিয়ে কী বললেন অভিনব বিন্দ্রা?

Abhinav Bindra on Mirabai

রুপোর মেয়ের সাফল্যে আপ্লুত ২০০৮ বেজিং অলিম্পিক্সে স্বর্ণ পদক জয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। তিনি লেখেন, 'টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে অনেক অনেক শুভেচ্ছা। তাঁর খেলা বহুদিন মনে থাকবে। আগামী প্রজন্মকে তিনি অনুপ্রাণিত করবেন। দারুণ।'

5/6

মীরার সাফল্য নিয়ে কী বললেন মিতালি রাজ?

Mitali Raj on Mirabai

চানুর রুপোলি সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য মিতালি রাজ। তিনি টুইট করে বলেন, 'টোকিও অলিম্পিক্সে আমাদের চ্যাম্পিয়ন। গোটা দেশের কাছে এটা গর্বের মুহূর্ত। রুপো জয়ের জন্য মীরাবাঈ চানুকে শুভেচ্ছা।'

6/6

মীরার সাফল্য নিয়ে কী বললেন হরভজন?

 Harbhajan Singh on Mirabai

টুইটারে প্রাক্তন ক্রিকেটর হরভজন সিং লেখেন, 'মীরাবাঈ চানু, অসাধারণ'