ছবি: আজ মেগা ইভেন্টে সারপ্রাইজ তৃণমূলের, তোড়জোড় নেতাজি ইন্ডোরে

Mar 02, 2020, 12:27 PM IST
1/5

সুতপা সেন: দিদিকে বলোর পর এবার নয়া ইনিংস। একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফের মাঠে নামছে ঘাসফুলের দল।দিদিকে বলোর পর দ্বিতীয় দফায় 'বাংলার গর্ব মমতা'।

2/5

এই স্লোগানেই নয়া ক্যাম্পেনে তাক লাগানোর তোড়জোড় শুরু করেছে তৃণমূল। ঘাসফুলের বিকল্প ঘাসফুলই। মানুষকে বোঝাতে দশ ধাপের কর্মসূচিতে জোর দেবে দল। আজ তার শুভ সূচনা হবে নেতাজি ইন্ডোরে। কার্যত তৃণমূলের তাৎপর্য বোঝানোই এক্ষেত্রে দলের মূল লক্ষ্য। 

3/5

তৃণমূল কোন কোন জায়গায় আলাদা কী কী কাজ করেছে তা স্থানীয়দের বোঝানো হবে। সরকার কোন প্রকল্পে কী করেছে, সব খবর নিয়ে মানুষের কাছে পৌঁছবে দল।

4/5

প্রতি বিধায়ককে নিজের কেন্দ্রে ১৫ দিন করে থাকতে হবে। ওই সময়ে কমপক্ষে ৪৫টি গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে হবে। শহরাঞ্চলে প্রচারে বাড়ি বাড়ি যেতে হবে। গ্রামে ছোট ছোট সভা করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।

5/5

নিজের কেন্দ্রে বিখ্যাত ধর্মীয়স্থানগুলিতেও যেতে হবে বিধায়কদের।  রাজ্যের সাড়ে ৮ হাজার গ্রামে দিদিকে বলো কর্মসূচি হয়েছে। ৭ হাজার গ্রামে রাত্রিবাস করেছেন তৃণমূলের নেতারা।