বাংলায় BJP-র থেকে নিজেকে 'সুরক্ষিত' করলেন ৫ লক্ষের বেশি মানুষ!

Oct 27, 2020, 23:46 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: একুশের আগে ডিজিটাল লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিনব প্রচারে রীতিমতো খুলে ফেলা হয়েছে  'বিজেপি থেকে নিজেকে নিরাপদ রাখুন' বা 'Mark Yourself Safe from BJP' ওয়েবসাইট।  

2/5

 অল্পদিনেই ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি তৃণমূলের। ৫ লক্ষ ব্যবহারকারী নিজেদের বিজেপির থেকে সুরক্ষিত করেছেন।  

3/5

www.savebengalfrombjp.com ওয়েবসাইটে 'আপনি কি ঘৃণার বিরুদ্ধে?' বিকল্প আসছে। তাতে 'হ্যাঁ' ক্লিক করলেই আপনি সুরক্ষিত হয়ে গেলেন। লিংকটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটারে শেয়ার করতে পারবেন।

4/5

ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকটি ভিডিয়ো। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন খবরের কোলাজ রয়েছে ওই ভিডিয়োগুলোয়।  

5/5

তৃণমূলের দাবি, ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছেন ৮২,০০০ সদস্য। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের বেশি সমর্থন পেয়েছে। বিভাজন, স্বৈরতন্ত্র, অসাম্য ও পছন্দের স্বাধীনতাকে ধ্বংস করছে বিজেপি। প্রান্তিক ও মহিলাদের উপরে হিংসায় প্ররোচনা দেয় তারা। বিজেপির এই ধরনের কৌশলের বিরোধী বাংলা।