দৈনিক ২০০০ শিশুর জন্য ২০০০ লিটার দুধ! ২১ জুলাইয়ের জোর প্রস্তুতি সেন্ট্রাল পার্কে

Jul 19, 2023, 12:35 PM IST
1/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

অয়ন ঘোষাল : একুশে জুলাইয়ের জোর প্রস্তুতি করুণাময়ী সেন্ট্রাল পার্কে। উত্তরবঙ্গের জেলা থেকে আসা কর্মীদের করুণাময়ী সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে।

2/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং দার্জিলিং-এর মোট ৩০ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

3/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

প্রতি জেলার জন্য একেকটি পৃথক হ্যাঙ্গার। প্রতি হ্যাঙ্গারের মাপ ৩০০ বাই ২০০ ফুট। রয়েছে মেগা কিচেন প্লাস ডাইনিং হল। 

4/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

এক-একবারে সেখানে ২০০০ মানুষকে খাবার সরবরাহের জন্য রয়েছে ২০টি করে কাউন্টার। ডাইনিং ছাউনিতে একসঙ্গে ৪০০০ মানুষের বসে খাওয়ার জায়গা। 

5/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

মেডিক্যাল ক্যাম্প থাকছে ২ টো। দিনে ৩ শিফটে সেখানে মোট চিকিৎসকের সংখ্যা ৭০ জন। স্বাস্থ্যকর্মী ২৫০। দিবারাত্র ডেডিকেটেড অ্যাম্বুল্যান্স তৈরি আছে ২০টা। 

6/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

অগ্নি নির্বাপক মোটরবাইক ১২টি। এসি সেমিনার হল রয়েছে ১টা। এসি মিটিং রুম রয়েছে ১টা। 

7/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

স্বেচ্ছাসেবক থাকছেন প্রতি ৪ ঘন্টায় ২০ জন। ১০ জন পুরুষ। ১০ জন মহিলা। পরের ৪ ঘন্টায় আবার অন্য ২০ জন। এইভাবে রাউন্ড দ্য ক্লক পরিষেবার ব্যবস্থা। 

8/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

এককালীন স্নানের ব্যবস্থা ১২০০ জনের। ৬০০ পুরুষ ও ৬০০ মহিলা শৌচালয় । ৫০০ অস্থায়ী বায়ো টয়লেট। আর এমনিতেই যেহেতু মেলা প্রাঙ্গন, তাই আরও ৬টি স্থায়ী গণ শৌচালয়ও রয়েছে। 

9/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

বিধাননগর ও দক্ষিণ দমদম পৌরসভার ১৫০ জন সাফাইকর্মী থাকছেন। তাদের ৩ শিফটে ৮ ঘণ্টা করে রাউন্ড দ্য ক্লক ডিউটি। 

10/10

একুশে জুলাইয়ের প্রস্তুতি

TMC 21 July Martyr Day Preperation

মধ্যাহ্নভোজ ও নৈশাহারের মেন্যুতে থাকছে ভাত, ডাল, সিজনাল মিক্স সবজি এবং ১ টা করে ডিম। দৈনিক ২০০০ শিশুর জন্য (যারা কর্মী পরিবারের সঙ্গে এখানেই আছে) দিনে ২০০০ লিটার দুধের ব্যবস্থাও করা হয়েছে। মাথাপিছু প্রতি বেলায় হাফ লিটারের দুধের পাউচ।