মেরিডিথের প্রেসিডেন্ট ও সিইও টম হার্টি সংবাদমাধ্যমে জানিয়েছেন, একরম একজন ক্রেতা পেয়ে আমরা খুশি। গত ৯০ বছর ধরে দুনিয়ার অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল টাইম।
5/7
S 3
গত মার্চ মাসে মেরিডিথ ওই বিক্রির কথা ঘোষণা করে। ফরচুন, মানি, স্পোর্টস ইলাস্ট্রেটেড এর মতো টাইমের প্রকাশনা সংস্থার অন্য ম্যাগাজিনগুলিও বিক্রির কথা চলছে।
6/7
S 2
১৯২৩ সালের মার্চ মাসে প্রথম বাজারে আসে টাইম। এটি প্রকাশ করেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক হেনরি লুস ও ব্রিটন হ্যাডেন। তবে বেশ কিছুদিন ধরেই বিজ্ঞাপণ সংক্রান্ত সমস্যার কারণে টাইম-এর মতো ম্যাগাজিন চালানো নিয়ে সমস্যা হচ্ছিল।
7/7
s 1
২০২৩ সালে ২৫ কোটি ডলারে ওয়াশিংটন পোস্ট কিনে নেন অ্যামাজন-এ প্রতিষ্ঠাতা জেফ বেজস। তারপরেই সংবাদমাধ্যম জগতে এত বিখ্যাত কোনও লেনদেন হল।