মিলখা সিং, মেরি কম, এম এস ধোনি, মহম্মদ আজহারুদ্দিনের মতো ক্রীড়াবিদদের উপর বায়োপিক হয়েছে। এবার বায়োপিক হতে চলেছে বাইচুং ভুটিয়ার।
2/5
বাইচুংয়ের বায়োপিক
ভারতীয় ফুটবলে বাইচুং ভুটিয়ার উত্থান, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তুলে ধরা হবে বায়োপিকে। ছবির পরিচালক আনন্দ কুমার। যিনি জিলা গাজিয়াবাদ সিনেমার পরিচালক ছিলেন।
photos
TRENDING NOW
3/5
বাইচুংয়ের বায়োপিক
বাইচুং ভুটিয়ার ভূমিকায় অভিনয় করার জন্য আনন্দ কুমার বলিউডের একজন জনপ্রিয় মুখ খুঁজছিলেন। তাই তাঁর প্রথম পছন্দ টইগার স্রফ। টাইগারকে তিনি ইতিমধ্যে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।
4/5
বাইচুংয়ের বায়োপিক
জানা গিয়েছে, টাইগার স্রফ এখনও বাইচুং ভুটিয়ার বায়োপিকে অভিনয় করার ব্য়াপারে পাকাপাকি সিদ্ধান্ত জানাননি। তবে সিনেমার স্ক্রিপ্ট তাঁর পছন্দ হয়েছে। এবার শুটিংয়ের তারিখ নিয়ে কোনও সমস্যা না থাকলে তিনি অভিনয় করতে পারেন বলে খবর।
5/5
বাইচুংয়ের বায়োপিক
এর আগে একাধিক সিনেমায় অভিনয় করলেও টাইগার স্রফ এখনও কোনও বায়োপিকে অভিনয় করেননি।