নিজের অফিসই ভেঙে দিয়েছিলাম, দিদি এত কামিয়েছেন তাও স্বভাব যাচ্ছে না: মোদী

May 15, 2019, 19:23 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: পিসি-ভাইপো খোঁচায় আরও একবার মমতাকে বিঁধলেন নরেন্দ্র মোদী। ডায়মন্ড হারবারের সুলতানপুরের সভায় মোদী বলেন, ''রাস্তা দখল করে অফিস নির্মাণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজির স্বভাব আর যাবে কোথায়!''   

2/5

নরেন্দ্র মোদী বলেন,''তৃণমূলের ঐতিহ্য মেনেই রাস্তা দখল করে অফিস করেছেন ভাইপো। আরে দিদি এত কামিয়েছেন,  তোলাবাজি করে জমিয়েছেন, তবুও ভাইপো নিজের অফিসের জন্য সড়ক দখল করেছে! এটুকু তো নিয়ম মেনে কাজ করুন। আসলে স্বভাব যায় না''।

3/5

নিজের অভিজ্ঞতার কথাও বলেন মোদী। তাঁর কথায়,''আমদাবাদের মণিনগর থেকে বিধায়ক হতাম। সেখানে একটা অফিস ছিল। ভাড়ায় নিয়েছিলাম। ওই বাড়ির মালিক এক-দু ফুট জমি দখল করে বাড়িটি নির্মাণ করেছিলেন। আমার অফিস ছিল। তা সত্ত্বেও অফিসারদের বলেছি, বিধায়কের অফিস খালি করো। বেআইনি অফিস ভেঙে দিন। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের অফিসই ভেঙে দিয়েছিলাম''।

4/5

কিন্তু বাংলায় এমনটা বিরল বলে মমতাকে নিশানা করেন মোদী। বলেন,''এখানে তো দিদি আছেন। তাই যত খুশি লুঠে নাও। দিদির কাছে আর কোনও আশা নেই। দিদির খারাপ গুণ তো ছিলই, বামপন্থীদের থেকেও শিখেছেন। 

5/5

অভিষেক বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন বলেও দাবি করেছেন মোদী। বলেন,''২৩ মে দিদি ডায়মন্ড হারবার ও জয়নগর ধাক্কা খাবেন মমতা। জরুরি অবস্থার সময়েও ক্ষমতাধারীদের অহংকার ছিল। কিন্তু মানুষ এমন ভোট দিয়েছেন যে সব অহংকার ভেঙে গিয়েছে''।