দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখি, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Apr 08, 2021, 17:33 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গের কাছে ঝাড়খণ্ডে আকাশে তৈরি হয়েছে বজ্রদর্ভ মেঘ। তার জেরে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি।    

2/5

তাপমাত্রা বেশি। তার উপরে বায়ুমণ্ডলে সক্রিয় দক্ষিণা বাতাস। তার জেরে জলীয়বাস্পের সঞ্চার ঘটেছে বায়ুমণ্ডলে। মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় হানা দিয়েছিল কালবৈশাখি। আজ ও কাল ফের কালবৈশাখির পূর্বাভাস রয়েছে।

3/5

দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া,হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

4/5

উত্তরবঙ্গের মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার, কালিম্পঙে ঝড়বৃষ্টি হতে পারে।

5/5

কালবৈশাখির জেরে গরম থেকে খানিকতা স্বস্তি মিলতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৫৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।