এটিএমে কী করছে এতক্ষণ? ভিতরে ঢুকে নিরাপত্তা রক্ষী যা দেখলেন...
Aug 08, 2018, 19:00 PM IST
1/8
এটিএমে স্কিমার লাগাতে গিয়ে ধরা পড়ল তিন যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল রোহিত কুমার, সাহিল খান এবং সুধীর রঞ্জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এলগিন রোডের বেসরকারি ব্যাঙ্কের এটিএমে।
2/8
সূত্রে জানা গিয়েছে, রোহিত ও সাহিল মুম্বইয়ের বাসিন্দা। সুধীর রঞ্জন থাকে উত্তরপ্রদেশে। পুলিশের ধারণা, এরা অনেক দিন ধরেই ঘাঁটি গেড়েছিল এই শহরে।
photos
TRENDING NOW
3/8
মঙ্গলবার গভীর রাতে যখন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, তখন এলগিন রোডের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে আসে তিন যুবক। একজন এটিএমের ভিতরে ঢুকে পড়ে।
4/8
এটিএম থেকে হাত কয়েক দূরে তখন দাঁড়িয়ে বাকি দুই যুবক। ওই এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষী ছিলেন। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে পাশের একটি জায়গা আটকে পড়েছিলেন। তিনি সেখান থেকেই কাউন্টারে লক্ষ্য রাখছিলেন।
5/8
দেখা যায়, ওই যুবক বেশ কয়েকবার এটিএম থেকে টাকা তোলে। এরপর স্কিমার ও ক্যামেরা লাগায়। সব কিছু প্রায় ঠিকঠাকই করে ফেলে ওই যুবক।
6/8
এটিএম কাউন্টারে দীর্ঘক্ষণ সময় লাগছে দেখেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীর। সাধারণত তো একজন গ্রাহকের টাকা তুলতে এত সময় লাগে না, এটা ভেবেই কাউন্টারের ভিতরে ঢোকেন নিরাপত্তারক্ষী। তিনি গিয়ে যা দেখলেন...
7/8
ওই যুবক এটিএমে স্কিমার ও লুকনো ক্যামেরা লাগিয়ে ফেলেছে। সব ঠিকঠাক কাজ হয়েছে কিনা, সেটাই তখন খতিয়ে দেখছিল সে। দরজা খুলতেই ওই যুবকের পকেট থেকে যন্ত্রাংশ পড়ে যায়। তাতে আরও সন্দেহ দৃঢ় হয় নিরাপত্তারক্ষীর।
8/8
তদন্তে জানা গিয়েছে, ধৃত ৩ যুবক বেশ কিছুদিন ধরে কলকাতার বিভিন্ন এলাকার এটিএমগুলিতে রেকিও করে। তার পর অপারেশনে নামে। ধৃতদের জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলে মনে করছে পুলিশ।