বিশ্ব রেকর্ডের নজির গড়ে ক্রীড়াজগতের ইতিহাসে এই তিন কন্যা!

| Oct 14, 2019, 15:07 PM IST
1/5

সিমন বাইলস, কোকো গউফ, ব্রিজিড কসগেই

সিমন বাইলস, কোকো গউফ, ব্রিজিড কসগেই

সিমন বাইলস। কোকো গউফ। ব্রিজিড কসগেই। ক্রীড়াজগতে তিনটেই পরিচিত নাম। গত সপ্তাহে নতুন করে তিন কন্যাকে কুর্নিশ জানাল বিশ্ব। সৌজন্যে তাঁদের দুর্দান্ত পারফর্মান্স। প্রায় একইসঙ্গে তিনটি রেকর্ড গড়ে নজির স্থাপন করলেন এই তিন কন্যা।

2/5

ব্রিগিড কসগেই

ব্রিগিড কসগেই

কেনিয়ার ম্যারাথন রানার বছর ২৫-এর ব্রিগিড কসগেই। ১৩ অক্টোবর শিকাগো ম্যারাথনে ২৬.২ মাইল পথ দৌড়তে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড নিয়েছেন তিনি। আর তারই মাধ্যমে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করলেন ব্রিগিড। ১৬ বছর আগে করা পউলা রাডক্লিফের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

3/5

সিমন বাইলস

সিমন বাইলস

জিমন্যাস্টিকের জগতে এমনিতেই পরিচিত নাম অলিম্পিক পদকজয়ী সিমন। রবিবার অলিম্পিকের বিশ্বচ্যাম্পিয়নশিপে তাঁর ২৪তম সোনা জয়ের মাধ্যমে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করলেন সিমন বাইলস।

4/5

সিমন বাইলস

সিমন বাইলস

ফ্লোর এক্সারসাইজেও আরও একটি সোনা জেতায় তাঁর মোট সোনার সংখ্যা দাঁড়ায় ২৫-এ। এর আগে গোটা কেরিয়ারে ২৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সোনা নিয়ে বিশ্ব রেকর্ড ছিল ভিটালি শার্বোর।

5/5

কোকো গফ

কোকো গফ

কনিষ্ঠতম মহিলা হিসাবে লন টেনিসে আন্তর্জাতিক খেতাব জিতেছেন কোকো গফ। অস্ট্রিয়ার লিনজের ম্যাচে মাত্র ১৫ বছর বয়সে সেরার শিরোপা জিতে নিলেন তিনি।