এবছর হাড় কাঁপানো ঠান্ডায় জমবে ভারত, বলছে আবহাওয়া দফতর

"যেহেতু দুর্বল 'লা নিনা'র অবস্থা বিরাজ করছে, আমরা এই বছর আরও বেশি শীত আশা করতে পারি।"

Nov 03, 2020, 11:15 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: শীত আসছে। তবে এবার বেশ তাড়াতাড়ি। যা গত ৫৮ বছরে হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে ঢেকেছিল ভোরের শহর ও শহরতলি।  

2/7

অন্যদিকে,দিল্লির তাপমাত্রা জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত দিচ্ছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই এক ধাক্কায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গায়ে শির শিরে কাঁপুনিতে, মোটা পোশাক টেনে বের করতে হচ্ছে শহরবাসীদের।

3/7

এই সময় এতটা ঠান্ডা পরে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। গত ৫৮ বছর পর এমনটা ঘটল বলেও জানিয়েছে তারা।

4/7

অকালে শীত। দিল্লিতে তাপমাত্রা নভেম্বরের শুরুতেই ১৭.২ ডিগ্রীতে। কোথাও কোথাও ফাঁকা নির্জন এলাকায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১৫ ডিগ্রীতে।

5/7

জম্মু-কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা শূন্য। লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী।

6/7

এই পরিস্থিতিকে লা নিনা অবস্থা বলছে আবহাওয়া দফতর।

7/7

তাদের কথায়, "যেহেতু দুর্বল লা নিনার অবস্থা বিরাজ করছে, আমরা এই বছর আরও বেশি শীত আশা করতে পারি।"