বাড়ছে Britain Strain-র দাপট, রাজ্যে খোঁজ মিলল আরও ২ জনের শরীরে
Mar 08, 2021, 08:49 AM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আরও ২ জনের দেহে করোনার ব্রিটেন স্ট্রেনের হদিশ মিলল। এই নিয়ে পশ্চিমবঙ্গে মোট ৬ জনের দেহে করোনার বিদেশি প্রজাতির হদিশ মিলল।
2/7
যার মধ্যে একজনের শরীরে পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকার স্ট্রেন। যে ক্ষেত্রে কোভিশিল্ডের টিকা কার্যকরী নয়। আর এটাই মূলত আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
photos
TRENDING NOW
3/7
গত ১০ দিনের মধ্যে আক্রান্তরা সবাই দুবাই থেকে ফিরেছেন।
4/7
প্রসঙ্গত, শুধু ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন নয়, ভারতেও রূপ বদলেছে করোনা। ভাইরাস তার গতিতেই চলবে। নিজের মতো করে মিউটেশন করবে তারা।
5/7
নতুন স্ট্রেনের জন্য প্রস্তুত থাকতে হবে ও গা ছাড়া ভাব দেখালে চলবে না। কারণ মিউটেন্ট করার পর তার ক্ষমতা বা গতি পথ ঠিক কোন দিকে তা নিয়ে আন্দাজ করা যায় না।
6/7
কিছুক্ষেত্রে সংক্রমণ হয়ত বেড়ে যাবে। কিন্তু তার ক্ষমতা কমে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা এটাও জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া মানে তার আর করোনা হবে না এমনটা ভেবে নেওয়া একেবারে উচিত হবে না।