দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, সব রাজ্যের কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতের

Nov 23, 2020, 16:59 PM IST
1/5

কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সব রাজ্যের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত।   

2/5

দুদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। ২৭ তারিখ ফের শুনানি। প্রধান বিচারপতি-র বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যগুলি ব্যবস্থা না নিলে ডিসেম্বরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।   

3/5

এদিন শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে দিল্লি ও গুজরাট সরকার। বিচারপতিদের পর্যবেক্ষণ দিল্লির পর গুজরাটের পরিস্থিতি সবচেয়ে খারাপ।   

4/5

সরকার কী করছে? বেড যথেষ্ট আছে কিনা তা দিল্লি সরকারের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত।   

5/5

করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিনের পরিকাঠামো নিয়ে কালই বাংলা-সহ নানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।