মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, একলাফে বাড়ল গ্যাসের দাম

Dec 02, 2020, 10:32 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরের শুরুতেই হেঁশেলে টান পড়তে চলেছে মধ্যবিত্তর। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।

2/4

গত জলাই মাসের পর সেভাবে গ্যাসের দাম বাড়েনি।  জুলাইতে গ্যাসের দাম বেড়েছিল ৪ টাকা ৫০ পয়সা।

3/4

গত জুন মাসে গ্যাসের দাম বেড়েছিল ৩২ টাকা। কিন্তু সর্বোচ্চ দাম বেড়েছিল ফেব্রুয়ারিমাসে, ১৪৯ টাকা।   

4/4

ডিসেম্বরের শুরুতে একলাফে ৫০ টাকা বেড়ে গ্যাসের দাম হয়েছে  ৬৭০ টাকা ৫০ পয়সা।