রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা, ৪০০ বছরের বটগাছ এড়িয়েই হবে রাস্তা
Jul 25, 2020, 19:44 PM IST
1/5
কেউ ছোটবেলায় সারাদিনই খেলতেন এর তলায়। আবার কেউ গ্রীষ্মের রোদ থেকে আরাম পেতে এসে বসতেন এখানেই। তাই ৪০০ বছরের পুরোনো এই গাছটি কাটা হচ্ছে দেখেই ছুটে আসেন তাঁরা।
2/5
মহারাষ্ট্রের সাংলি জেলায় ন্যাশানাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রাস্তা তৈরির সময়ে কাটার পরিকল্পনা ছিল প্রায় ৪০০ স্কোয়ার মিটার জুড়ে ছড়িয়ে থাকা এই গাছটি। কিন্তু সে খবর পেতে প্রতিবাদে সরব হন পরিবেশবিদ ও গ্রামবাসীরা।
photos
TRENDING NOW
3/5
তাঁদের বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে।
4/5
এর পরেই উপরমহলের নির্দেশে বন্ধ করা হয় গাছ কাটা। শুধু তাই নয়, পাল্টানো হল রাস্তার প্ল্যানও।
5/5
প্রাচীন বটগাছটি এড়িয়েই পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে রাস্তা। এখন সেই প্ল্যান তৈরিতেই ব্যস্ত এনএইচএআই।