DYFI: কোন দিকে যাবে আগামীর আন্দোলন? দিশা ঠিক করতে সম্মেলন বাম যুব সংগঠনের

May 14, 2022, 15:36 PM IST
1/5

কবে শুরু হয়েছে সম্মেলন?

when did the conference start?

শুক্রবার শুরু হয়েছে বাম যুব সংগঠনের ১১তম সর্বভারতীয় সম্মেলন। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে শুরু হয়েছে এই সম্মেলন।

2/5

কারা উপস্থিত ছিলেন উদ্বোধনে?

who were present in the inauguration

সম্মেলনের উদ্বোধন করেন পি শশীকুমার। উপস্থিত ছিলেন তপন সেন, হান্নান মোল্লা, মরিয়ম ধাওয়ালে, ময়ূখ বিশ্বাস সহ একাধিক নেতা।  

3/5

বাম জমানার সাফল্যের প্রদর্শনী

exhibition about the success of left rule in bengal

পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম জমানার সাফল্য তুলে ধরার জন্য সম্মেলন অঞ্চলে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যুব সংগঠনের তরফে। এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রাক্তন বাম মন্ত্রী গৌতম দেব।   

4/5

কী বার্তা দিলেন নেতৃত্ব?

what did the leadership say?

যুব সংগঠনের তরফে পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের নাম রাখা হয়েছে দিয়েগো মারাদোনা নগর। মোদী জমানায় বেকারত্বের অবস্থার কথা তুলে ধরে কর্মসংস্থানের আন্দোলন করার বার্তা দেওয়া হয়েছে উদ্বোধনে উপস্থিত নেতৃত্বের তরফে।  

5/5

কত প্রতিনিধি এসেছেন সম্মেলনে?

how many delegates have come to the conference

প্রায় পাঁচশোর বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। সংগঠনের তরফে জানানো হয়েছে গত তিন বছরে সদস্য সংখ্যা বেড়েছে চার লক্ষের বেশি।