বিজেপি ইস্তেহারের দশ ‘সংকল্প’, জেনে নিন এক ঝলকে

Apr 08, 2019, 19:31 PM IST
1/10

BJP_1

জাতীয়তাবাদ, গরিবের ক্ষমতায়ন এবং দেশের নিরাপত্তা এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে।

2/10

BJP_2

২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ার লক্ষ্যে ৭৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

3/10

BJP_3

কৃষক সম্মান নিধিতে এ বার প্রত্যেক কৃষক বছরে ৬ হাজার টাকা অনুদান পাবেন।

4/10

BJP_4

সন্ত্রাসবাদ ইস্যুতে কোনও আপস করা হবে না।

5/10

BJP_5

অনুপ্রবেশ বন্ধ, জঙ্গি দমন, নাগরিকপঞ্জী নিয়ে কড়া পদক্ষেপ।

6/10

BJP_6

জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ বিলোপ করা হবে।

7/10

BJP_7

তিন তালাক বিরোধী আইন পাস করবে।

8/10

BJP_8

সৌহার্দ্যপূর্ণ বাতাবরণে রামমন্দির তৈরি করা হবে

9/10

BJP_9

দেশের সব কৃষকের জন্য পেনশন চালু করবে।

10/10

BJP_10

ছোটো ব্যবসায়ীদের জন্যও চালু হবে পেনশন।