টিকে রয়েছেন মাত্র ৫০ জন, আন্দামানে বিলুপ্তপ্রায় এই উপজাতির ১০ জনই করোনা আক্রান্ত
Aug 27, 2020, 18:17 PM IST
1/5
আন্দামানেও করোনা হানা। ইতিমধ্যেই এখানে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছুঁইছুঁই। কিন্তু
বঙ্গোপসাগরের এই দ্বীপে এখনও টিকে রয়েছে বিলুপ্তপ্রায় গ্রেট আন্দামানি উপজাতির ৫০ জন মানুষ। করোনা ভাইরাস থাবা বসালো তাদের ওপরেও।
2/5
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওই ৫০ জন উপজাতির মধ্যে ১০ জনই করোনা আক্রান্ত।
photos
TRENDING NOW
3/5
আক্রান্ত ১০ উপজাতির মানুষকে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৮ জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। তাঁদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। বাকী ২ জন এখনও হাসপাতালেই রয়েছেন।
4/5
মাত্র চার লাখ মানুষের বসাবাস আন্দামানে। এদের মধ্যে ২,২৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। রবিবার ওই উপজাতিদের ৬ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই প্রশাসন তাদের চিকিত্সার জন্য বিশেষ চিকিত্সক দল পাঠায়।
5/5
কীভাবে এরা করোনা আক্রান্ত হলেন? সংবাদসংস্থা সূত্রে খবর, ওইসব আদিবাসীদের মধ্যে কয়েকজন কাজ করেন পোর্ট ব্লেয়ারে। সেখানেই তাঁরা সংক্রমণের শিকার হন বলে মনে করা হচ্ছে।