তেলেঙ্গানায় ভোটার তালিকায় বড়সড় গলদ, অন্তর্ভূক্ত ১৯০ জন রোহিঙ্গা

Oct 25, 2018, 23:25 PM IST
1/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_7

ভোটার তালিকায় নাম উঠে গিয়েছে রোহিঙ্গা শরণার্থীদের। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।  

2/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_6

তেলেঙ্গানায় ভোটার তালিকায় নাম উঠে গিয়েছে কমপক্ষে ১৯০জন রোহিঙ্গার। ওই নামগুলি মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন হায়দরাবাদ পুরসভার এক আধিকারিক।

3/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_5

সংবাদ সংস্থা পিটিআই-কে ওই ব্যক্তি জানিয়েছেন, নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা পেয়েছেন তাঁরা। ওই তালিকাটি রির্টানিং অফিসারকে পাঠানো হয়েছে। সেই নামগুলি খতিয়ে দেখা হচ্ছে। 

4/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_4

ওই অফিসার আরও জানিয়েছেন, ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে ২৫ জনের নাম। বাকিগুলিও করে দেওয়া হবে।

5/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_3

হায়দরাবাদ পুরসভায় ভোটার রয়েছেন ৩৯.৬০ লক্ষ। শহরে বাস করছেন প্রায় ৩৬০০ রোহিঙ্গা শরণার্থী। তাঁদের কাছে রাষ্ট্রসঙ্ঘ প্রদত্ত বৈধ কার্ড রয়েছে। 

6/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_2

রোহিঙ্গারা আর ফিরে যেতে চান না বলে জানিয়েছিলেন বলে দাবি পুর আধিকারিকের।

7/7

রোহিঙ্গাদের নাম তালিকায়!

rohingya_1

তেলেঙ্গানার প্রধান নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় শরণার্থীদের না রাখার স্পষ্ট নির্দেশিকা রয়েছে।