Durga Puja 2023: আশ্বিনের শারদলগ্নে অপরূপ কাশফুল! চোখ ফেরাতে পারবেন না এই সব ছবি থেকে...

Jalpaiguri: দেবীপক্ষের সূচনার আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই তা মনে করিয়ে দিচ্ছে জলপাইগুড়ি‌র তিস্তার চর। সেখানে এখন কাশফুলের অপরূপ দ্যুতি।

| Oct 11, 2023, 16:30 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবীপক্ষের সূচনার আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই তা মনে করিয়ে দিচ্ছে জলপাইগুড়ি‌র তিস্তার চর। সেখানে এখন কাশফুলের অপরূপ দ্যুতি। আর ফুলে ভরা সেই উজ্জ্বল চরে শুরু হয়েছে উৎসবের উদযাপন। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)

 

1/7

আশ্বিনের শারদপ্রাতে

কোন উৎসবের উদযাপন? অবশ্যই শারদোৎসব। ফুলেভরা সেই চরে শুরু হয়েছে মহালয়া ও আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শুটিংয়ের কাজ। 

2/7

এসেছে শরৎ

বিভিন্ন টিভি চ‍্যানেল ও সোশ্যাল মিডিয়া‌র তরফে শুরু হয়েছে শুটিংয়ের এই কাজ। জলপাইগুড়ি‌-সহ পার্শ্ববর্তী এলাকার একদল উৎসাহী তরুণ-তরুণী চলে এসেছে সেখানে।

3/7

তিস্তাপাড়ের কাশবনে

তবে তিস্তাপাড়ের কাশবনেই মূলত এই শুটিংয়ের আয়োজন। 

4/7

কাশবনে জলে-জঙ্গলে

নদীর চরের এই কাশবনে ও জঙ্গল-এলাকায় চলা এই শুটিং দেখার জন্য এসেছে‌নও অনেক উৎসাহী মানুষ। 

5/7

আকাশে-বাতাসে দুর্গাপুজোর আভাস

শুটিংয়ে অংশ নেওয়া কলাকুশলীদের দেখে তাঁরা যেন একটু দ্রুতই আকাশে-বাতাসে দুর্গাপুজোর আভাস পাচ্ছেন। 

6/7

মনোহর

একে কাশবনের অপরূপ সৌন্দর্য, তার উপর সেখানে শুটিংয়ের মনোহর দৃশ্য! অনেক উৎসাহীই তাদের মোবাইলক্যামেরাবন্দি করছেন সেই দৃশ্য।

7/7

কাশের শুভ্র দ্যুতি

জলরেখা চলে যাচ্ছে দূরে, তাতে যেন ঠিকরে পড়েছে কাশের শুভ্র দ্যুতি। উঁকি মারছে নীল আকাশ, পেঁজা মেঘ। সব মিলিয়ে উৎসবই।