ফের বিদেশি বিনিয়োগ! ৬,৪০০ কোটি টাকায় Reliance Jio-র ১.৩২% শেয়ার কিনল দুই সংস্থা
|
Jun 14, 2020, 12:09 PM IST
1/5
ফের বিদেশি বিনিয়োগ!
ভারতে একের পর এক দেশি-বিদেশি বিনিয়োগ টানছে মুকেশ আম্বানির সংস্থা। ফেসবুকের বিনিয়োগের পর গত দু’মাসে ফেসবুক, সিলভার লেক, কেকেআর এবং মুবাদালার মতো মোট ১০টি সংস্থা বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে Reliance Jio-এ।
2/5
ফের বিদেশি বিনিয়োগ!
এ বার দুই আন্তর্জাতিক সংস্থা TPG আর L Catterton বিনিয়োগ করল মুকেশ আম্বানির সংস্থায়। শনিবারই এই দুই সংস্থার সঙ্গে Reliance Jio-র চুক্তি সম্পন্ন হয়েছে।
photos
TRENDING NOW
3/5
ফের বিদেশি বিনিয়োগ!
প্রায় ৪ হাজার ৫৪৭ কোটি টাকা বিনিয়োগ করে Reliance Jio-র ০.৯৩ শতাংশ শেয়ার কিনেছে মার্কিন সংস্থা TPG। এ দিকে ১ হাজার ৮৯৪ কোটি টাকা বিনিয়োগ করে মুকেশ আম্বানির সংস্থার ০.৩৯ শতাংশ শেয়ার কিনেছে L Catterton।
4/5
ফের বিদেশি বিনিয়োগ!
জানা গিয়েছে, এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত ২২.৩৮ শতাংশ শেয়ার বিক্রি করে মোট ১ লক্ষ ৪ হাজার ৩২৬ কোটি টাকার বিনিয়োগ টেনেছে মুকেশ আম্বানির সংস্থা।
5/5
ফের বিদেশি বিনিয়োগ!
মার্কিন সংস্থা TPG এর আগে উবার, এয়ারবিএনবি, স্পটিফাইয়ের মতো সংস্থায় লগ্নি করেছে। প্রায় ৭৯০ কোটি মার্কিন ডলার সম্পত্তি রয়েছে এই সংস্থার নামে। অন্যদিকে L Catterton ফরাসি সংস্থা LVMH এবং লগ্নিকারী সংস্থা আরনল্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে।