''ধোনির সমালোচনা যাঁরা করে তাঁরা এখনও নিজের জুতোর ফিতে বাঁধতে শেখেনি''

Oct 26, 2019, 16:56 PM IST
1/5

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

বিশ্বকাপের পর থেকেই তিনি ক্রিকেটের বাইরে। আপাতত রাঁচিতে পরিবারে সঙ্গে সময় কাটাচ্ছেন। জানা যাচ্ছে, জানুয়ারির আগে এমএস ধোনির জাতীয় দলের জার্সিতে ফেরার সম্ভাবনা কম। কিন্তু এরই মাঝে তাঁর অবসর জল্পনা বেড়েছে। ভারতীয় ক্রিকেটে যেন এখন একটাই প্রশ্ন, ধোনি কবে অবসর নেবেন!

2/5

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনির ঘনিষ্ঠমহল বলছে, টি-২০ বিশ্বকাপের আগে বিশ্বকাপজয়ী অধিনায়কের অবসর নেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তাতেও যেন জল্পনা থামছে না। প্রতিদিনই যেন ধোনি অবসর নিয়ে প্রশ্ন উঠছে। 

3/5

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনির অবসর নিয়ে চারপাশে এত কথা চালাচালি হওয়ায় প্রচণ্ড বিরক্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি এদিন বললেন, ''ধোনির সমালোচনা যাঁরা করছে তাঁদের অর্ধেকও নিজের জুতো এখনও বাঁধতে শেখেনি। ধোনির দেশের জন্য কী করেছে সেটা তো আন্তত একবার দেখা উচিত।''

4/5

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

শাস্ত্রী বলছিলেন, ''মানুষের কাছে হয়তো আর কোনও টপিক নেই। কিছু লোক ধোনিক যেন এখনই অবসর নিতে দেখতে চায়। কিন্তু কেন! ধোনিকে এত তাড়াতাড়ি অবসর নিতে দেখতে চান কেন আপনারা! ও জানে ঠিক কখন অবসর নিতে হয়!''

5/5

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

ধোনি প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিয়েও এদিন কথা বলেন শাস্ত্রী। তিনি বলেন, ''সৌরভের মতো একজন প্রাক্তন ক্রিকেটার বোর্ড সভাপতি হওয়ায় দলের জন্য ভাল হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের আলাদা একটা ব্যাপার রয়েছে। ওর উপস্থিতি আইসিসি-তেও ভারতীয় বোর্ডের ওজন বাড়াবে।''