তেরঙা হাতে ছবি পোস্ট করলেন তসলিমা নাসরিন, স্বাধীনতা দিবসে জানালেন শুভেচ্ছা

Aug 15, 2019, 12:22 PM IST
1/5

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

কিছুদিন আগেই একটি পোস্টে তিনি লিখেছিলেন, ''৮ আগস্ট, ১৯৯৪। আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ ৮ আগস্ট ২০১৯। মাঝখানে ২৫ বছর চলে গেছে। আমি এখনও দেশহীন, গৃহহীন।" তিনি তসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছেন ২৫ বছর হল। এখন তিনি থাকেন ভারতের রাজধানীতে। 

2/5

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

২৫ বছর আগে দেশ ছাড়ার ব্যথা এখনও তিনি অনুভব করেন। নিজের দেশ, নিজের ঘর, নিজের মানুষদের ছেড়ে আসার যন্ত্রণা তাঁকে অস্বস্তি দেয়। তবে নতুন ঠিকানায় তিনি নিজেকে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ভারত এখন তাঁর নতুন ঘর, নতুন আস্তানা। 

3/5

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন তাই দেশের স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তেরঙা হাতে ছবি পোস্ট করলেন ফেসবুকে। হাসি মুখে হাতে তেরঙা নিয়ে তুললেন ছবি। বাড়ির ছাদেও ওড়ালেন ভারতের জাতীয় পতাকা। 

4/5

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে তসলিমা নাসরিন লিখলেন,  আজ ১৫ অগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।

5/5

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

জাতীয় পতাকা হাতে তসলিমা নাসরিন

মানুষের অধিকারের জন্য তাঁর লড়াই। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তাঁর সংগ্রাম। তসলিমা নাসরিন পদে পদে বুঝিয়ে দেন, দেশ, কাল, সীমানার গণ্ডিতে তাঁর লড়াই থেমে থাকবে না। তিনি ভারতে থাকুন বা অন্য কোনও দেশে, মানুষের অধিকার নিয়ে তাঁর লড়াই, লেখা কোনওটাই থামবে না।