Donald Trump: বিশ্ব স্বাস্থ্যসংস্থা ত্যাগ, 'বিদেশিদের' তাড়াতে আইন, শপথ নিয়েই এইসব কড়া সিদ্ধান্ত ট্রাম্পের
Jan 21, 2025, 14:08 PM IST
1/5
ট্রাম্পের শপথ
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই একগুচ্ছ একগুচ্ছ একজিকিউটিভ অর্ডারে সই করলেন ডেনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে হু থেকে আমেরিকার প্রত্যাহার, টিকটক ব্যান ইস্যু, অভিবাসন ইস্যু, এআই নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন-সহ একাধিক ইস্য়ু নিয়ে তিনি সোচ্চার হয়েছেন।
2/5
হু
গত ৫ বছরে এনিয়ে দুবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার উদ্যোগ নিল আমেরিকা। হু যেভাবে কোভিডের মোকাবিলা করেছে তা নিয়ে ২০২০ সালে হু-র প্রবল সমালোচনা করেন ট্রাম্প। তাঁর নিজেরও করোনা হয়েছিল। তাঁর অভিযোগ ছিল দুনিয়াকে ভুল বুঝিয়ে করোনা ছড়াতে চিনকে সাহায্য করেছে হু।
photos
TRENDING NOW
3/5
টিকটক ব্যান
দেশে নিষিদ্ধ চিনা অ্যাপ টিকটক। তাঁর দাবি এই অ্যাপটি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তবে আগামী ৭০ দিন টিকটকের বিরুদ্ধ কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
4/5
কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিধিনিষেধ তৈরি করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডে বাইডেন। সেই নির্দেশিকা তুলে নিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলা হয়েছিল, এআইএয়ের প্রয়োগের ক্ষেত্রে দেখতে হবে তা আমেরিকার সেফটি টেস্টে পাস করতে পারছে কিনা।
5/5
অভিবাসন নীতি
অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। ভোটে লড়ার আগে প্রচারে এমটাই বলেছিলেন ট্রাম্প। তবে শপথ নিয়েই চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর ব্যাপারে আইন আনতে চলেছেন ট্রাম্প। এতে অভিবাসন দফতর অভিবাসীদের আটক করতে পারবে।