উদ্দেশ্য 'রশ্মী রকেট', প্রস্তুতিতে কোনও কসরত বাকি রাখছেন না তাপসী পান্নু

Nov 22, 2020, 20:19 PM IST
1/8

উদ্দেশ্য 'রশ্মী রকেট', যার প্রস্তুতিতে কোনও কসরতই বাকি রাখছেন না তাপসী পান্নু। 

2/8

'রশ্মী রকেট', ছবিতে একজন গুজরাতি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাপসীকে। 

3/8

এই ছবির প্রস্তুতিতেই জোর কদমে অনুশীল করছেন তাপসী পান্নু।  দৌড়, হাই জাম্প, লং জাম্প, কোনও কিছুই বাকি রাখছেন না অভিনেত্রী।

4/8

অনুশীলন চলাকালীন কীভাবে পরিশ্রম করতে হচ্ছে তারই বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাপসী। 

5/8

এবছর দিওয়ালিতেও ছুটি কাটাননি তাপসী, করেছেন রশ্মী রকেট ছবির কাজ। 

6/8

মেয়ে বাড়ি না থাকায় দিওয়ালিতে তাঁর সঙ্গে দেখা করতে রশ্মী রকেটের শ্যুটিং ফ্লোরে গিয়েছিলেন তাপসীর মা ও বোন। 

7/8

প্রসঙ্গত, রশ্মী রকেটের পর আরও একটি স্পোর্টস ড্রামাতে দেখা যাবে তাপসীকে। ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক 'শাবাশ মিঠু'র কাছ শুরু করবেন তাপসী। 

8/8

তাপসীর কথায়, যেহেতু তিনি কড়া অনুশীলনের মধ্যে রয়েছেন, তাই রশ্মী রকেটের পরই 'শাবাশ মিঠু'র কাজ শুরু করতে চাইছেন তিনি।