বুকে লাথি, মাটিতে ফেলে মার! মধ্যরাতে পেট্রোল পাম্পে বাইক বাহিনীর তাণ্ডব, দেখুন CCTV ফুটেজ

Nov 22, 2020, 19:24 PM IST
1/5

বিক্রম দাস : মধ্যরাতে পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনাটি ঘটেছে বোসপুকুর রোডের উপর অবস্থিত একটি পেট্রোল পাম্পে।

2/5

পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, শনিবার রাত আড়াইটে-৩টে নাগাদ ৩ থেকে ৪টি বাইকে ১০-১২ জন যুবকের একটি দল পেট্রোল পাম্পে আসে। তাদের কারও মাথাতেই কোনও হেলমেট ছিল না।

3/5

এসে নিজেরাই পাম্প থেকে পেট্রোল নিতে শুরু করে। যা দেখে বাধা দেয় ওই পেট্রোল পাম্পের কর্মীরা। এরপরই ওই যুবকের দল চড়াও হয় পাম্প কর্মীদের উপর। 

4/5

তাঁদের বেধড়ক মারকর করে বাইক বাহিনী। লাথি, ঘুষি মারা হয়। মারের চোটে মাটিতে পড়ে যেতে দেখা যায় এক পাম্প কর্মীকে। ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাইক বাহিনীর তাণ্ডবের এই ছবি।

5/5

এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।