নাম ধরে কুতসা করছেন! কঙ্গনার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তপসি পান্নুর

Jul 20, 2020, 11:47 AM IST
1/6

তাঁরা নাম ধরে কুতসা করছেন কঙ্গনা। মানসিকভাবে যা তাঁকে আঘাত করছে। তাই কঙ্গনার বিরুদ্ধে যদি তিনি হেনস্থার অভিযোগে সরব হন, তাহলে কোনও অত্যুক্ত হয় না বলে মন্তব্য করেন তপসি পান্নু 

2/6

তপসি বলেন, বলিউডে তিনিও আউটসাইডার কিন্তু কঙ্গনার সুরে সুর মিলিয়ে ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে অভিযোগে সরব হতে পারবেন না। শুধু তাই নয়, কারও মৃত্যুকে সুযোগ হিসেবে ব্যবহার করে এভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করতে পারবেন না। যেখান ইন্ডাস্ট্রি তাঁকে অনেক কিছু দিয়েছে। তাই ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে এভাবে কোনও অভিযোগ করতে পারবেন না বলেই কঙ্গনা তাঁর বিরুদ্ধে কুতসা করছেন বলেও অভিযোগ করেন তপসি 

3/6

তপসি জানান, প্রত্যেক বছরে তিনি ৪টি করে ছবি করেন। ৫টি সিনেমা করবেন বলে চুক্তি করেন। তা সত্ত্বেও কঙ্গনা দাবি করেন, তপসি নাকি বি গ্রেডের অভিনেত্রী। কাজ পান না তিনি। কঙ্গনার সুরে গলা মিলিয়ে তিনি ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে সরব হতে পারবেন না বলেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তপসি 

4/6

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে সরব হচ্ছেন কঙ্গনা রানাউত। সেই তালিকায় আলিয়া ভাট, অনন্যা পান্ডেদের সঙ্গে তপসি পান্নুকেও আক্রমণ করেন কঙ্গনা।

5/6

ইন্ডাস্ট্রিতে আউটসাইডার হয়ে সংশ্লিষ্ট গ্রুপের প্রতিনিধি হিসেবে পতাকা বহন করেননি বলেই কি কঙ্গনা তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠছেন! এমন প্রশ্নও তোলেন তপসি 

6/6

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে দাবি কঙ্গনা করেছেন, তা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে তিনি পুরস্কার ফিরিয়ে দেবেন বলে দাবি করেন অভিনেত্রী। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়েছে